গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ সালাম উদ্দিন (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক সালাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাউডাঙ্গা গ্রামের আব্দুল রাবি শেখের ছেলে।
গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএ