বরিশাল: বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরের শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা মো. সালাম গাজীর ছেলে মো. রাব্বী (১৮) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা
মো. বাবুল ঢালীর ছেলে মো. রাকিবুল ইসলাম (১৮) এবং দক্ষিণ আলেকান্দার বাসিন্দা ছাইফুল ইসলাম জীবন (১৬)।
পরে ডিবির পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, রাত ১০টার দিকে কোতয়ালি মডেল থানার শ্রী চৈতন্য স্কুলের পেছন থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি অটোরিকশা এবং একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
এছাড়া পৃথক অভিযানে সিঅ্যান্ডবি রোড থেকে ১০ পিস ইয়াবাসহ মো. ছাইফুল ইসলাম জীবন (১৬) কে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএ/