সুনামগঞ্জ: মোবাইল চুরির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামে কামাল হোসেন (১৪) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুক মিয়া (২৬) ও একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের রুস্তুম আলী ছেলে মোস্তফা(৪৬)।
পুলিশ জানায়, গত রোববার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুক মিয়ার মোবাইল চুরি হয়ে যায়। এ অভিযোগে একই গ্রামের কিশোরকে গাছের সঙ্গে বেধে নির্যাতন করেন মাসুক ও একই উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের মোস্তফা।
এ ঘটনায় নির্যাতিত কিশোর কামালের চাচাতো ভাই তাজুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
/এমএ