ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে কুমিলা মেডিকেল কলেজ থেকে দগ্ধ আসামি সাদ্দাম (২৫), নাজিম (৪০), শওকত (৩০), আবদুস শুকুর (৫০), বশির (৩৫), এসআই আবদুল মালেক (৩৫), কনস্টেবল আনোয়ার (৩৮) এবং শরীফুল (৩২) ও নুরুল হাসানকে (৩৮) ঢামেক হাসপাতালে আনা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য দগ্ধ কনস্টেবল শরীফুল বাংলানিউজকে জানান, গত ১৪ সেপ্টেম্বর আসামি ধরতে চট্টগ্রামে যান তারা। বুধবার রাতে সেখান থেকে আসামি নিয়ে ঢাকায় ফিরছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রামের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার পাশে উল্টে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার সহকর্মী আবদুল আজিজের মৃত্যু হয়।
গাড়িতে ৫জন আসামি ছিলেন বলে জানান তিনি।
চিকিৎসকরা জানান, আগুনে আসামি সাদ্দামের শরীরের ১৮ শতাংশ, নাজিমের ৩৩ শতাংশ, শওকতের ৮৭ শতাংশ, আবদুর শুকুরের ২৮ শতাংশ, বশিরের ২৭ শতাংশ পুড়ে গেছে।
আর এসআই আবদুল মালেকের ৩৮ শতাংশ, শরীফুলের ৪, আনোয়ারের ৫ শতাংশ এবং নুরুল হাসানের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।
** চৌদ্দগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/এমএ/