বরিশাল: বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে কাজে যোগ দিয়েছেন মো. লুৎফর রহমান মন্ডল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএমপির পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দেন লুৎফর রহমান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৬১ সালের ২৬ ফেব্রুয়ারি রাজশাহীতে জন্ম নেওয়া মো. লুৎফর রহমান মন্ডল পড়াশোনা করেছেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
অষ্টম বিসিএস এ এএসপি পদে পুলিশ বাহিনীতে যোগ দেন লুৎফর রহমান। কর্মজীবনে তিনি যশোর, বান্দরবন, ও পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন ঢাকা মহানগর পুলিশের এডিসি পদে।
এছাড়া পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালী,কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া এবং ঢাকা মহানগর পুলিশ ও খুলনা মহানগর পুলিশে দায়িত্ব পালন করেন উপ-কমিশনার হিসেবে।
পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে ছিলেন পুলিশ সদর দপ্তরেও।
বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএ