পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডরিয়ায় শাপলা ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বুধবার(১৬ সেপ্টেম্বর) রাত ৯টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস ক্লিনিকের ফটকে তালা ঝুলিয়ে সিলগালা করে দেন।
এদিকে, চিকিৎসকের অবহেলায় নাসরিন আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নাসরিনের বাবা শাহজাহান সরদারের বাদী হয়ে মামলাটি করে। মামলায় চিকিৎসক নজরুল ইসলাম ও ক্লিনিকের মালিক আব্দুল আজিজ আসামি করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার মধ্য ভাণ্ডারিয়া গ্রামের শাহজাহান সরদারের মেয়ে ও জিয়ানগর উপজেলার মো. সেলিমের স্ত্রী নাসরিন আক্তারকে বুধবার দুপুরে সিজার করার পর একটি নবজাতক জন্ম দেন। বিকেলে নাসরিনের নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসরিনের মৃত্যুর খবর শুনে তার স্বজন ও বিক্ষুব্ধ জনতা শাপলা ক্লিনিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে ক্লিনিক মালিক ও চিকিৎসককে আটক করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাসরিনের লাশ বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রসূতির মৃত্যুর ঘটনায় মধ্যে ভাণ্ডারিয়া গ্রামে নিহতের বাবার বাড়িতে শোকের মাতম চলছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/