ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে জোসনা খাতুন (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বড় পওতা গ্রামের শাহ আলমের স্ত্রী।

তাড়াশ থানার উপ-পরিদর্শক(এসআই) আবু বক্কার সিদ্দিক বাংলানিউজকে জানান, বুধবার রাতে ছেলের সঙ্গে ঝগড়ার করার পর সবার অজান্তে কীটনাশক পান করে গৃহবধূ জোসনা খাতুন। সকালে নিজ ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।