ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্রাট (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট স্থানীয় হাউজিং এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিজের ঘরের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন সম্রাট। এ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।