ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) পূরণে আমরা এতটাই এগিয়ে যে, এখন বিশ্ব সম্প্রদায়কে আমরা বলতে পারি আন্তুর্জাতিক যেকোনো প্রতিশ্রুতি পূরণে সক্ষম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘এমডিজি থেকে এসডিজির পথে বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মাহমুদ আলী বলেন, বিশের যেকোনো দেশের তুলনায় দারিদ্র্য দূরীকরণ, মাতৃমৃত্যুর হারসহ এমডিজির লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। যা বিশ্বের নজর কেড়েছে, এবং বিশ্ব সম্প্রদায় সেই স্বীকৃতিও দিয়েছে।
এসব উন্নয়ন ধরে রাখতে এগিয়ে যাচ্ছে সরকার। এখন এসডিজি পূরণে প্রয়োজন রাজনৈতিক ইচ্ছার পাশাপাশি কার্যকরী ব্যবস্থা গ্রহণ- বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এসব লক্ষ্য পূরণে দেশের অভ্যন্তরীণ ও বহিঃসম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। সেই পরিবেশ রক্ষায় সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।
তবে সুশাসন ও মানবাধিকার রক্ষা করতে হবে বলেও জানান মাহমুদ আলী।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২১০৫
জেপি/এমজেএফ