ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

হার্ভার্ড-অক্সফোর্ডে পাঠানো হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
হার্ভার্ড-অক্সফোর্ডে পাঠানো হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ইসমাত আরা সাদেক

ঢাকা: প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দক্ষতা ও মানোন্নয়নে উচ্চতর প্রশিক্ষণে বিশ্বখ্যাত হার্ভার্ড, ক্যামব্রিজ বা অক্সফোর্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদা হলো উন্নত প্রশাসন ব্যবস্থা। এজন্য দরকার সুপ্রশিক্ষিত জনবল। এ কারণে নবীন কর্মকর্তাদের ফাউন্ডেশন কোর্স করাও জরুরি।

‘দ্রুত নবীন কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে, বিসিএস প্রশাসন একাডেমি ও বিয়াম ফাউন্ডেশনেও বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ’

এর বাইরে অন্য প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে ব্লকিং দূর করে প্রশিক্ষণকে নিয়মিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তবে বুনিয়াদি প্রশিক্ষণই শেষ নয়, এ কথা মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বুনিয়াদি প্রশিক্ষণে যারা ভালো ফলাফল করবেন, তাদের ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণের জন্য বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। এর উদ্দেশ্যই হবে, ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানোর উপযোগী করে গড়ে তোলা।

রূপকল্প ২০৪১ মাথায় রেখে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।