ঢাকা: বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিতদের ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে ৩৬৭টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায় দেন।
শিক্ষকদের একজন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বাংলানিউজকে বলেন, ৩৬৭টি রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছেন। এসব রিটে বিচারপ্রার্থীর সংখ্যা প্রায় দশ হাজারের মতো।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উপজেলা ভিত্তিক নিয়োগের কথা বলা হয়। পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ শেষে ২০১২ সালের ৯ এপ্রিল উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে এর কয়েকদিন আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে উপজেলা ভিত্তিক নয়, ইউনিয়ন ভিত্তিক নিয়োগের কথা জানায়। এরপর বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়।
কিন্তু যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তারা উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৫
ইএস/বিএস