নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছকিদার দোকান এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল খালেক (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিনোদপুর-মাইজদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল খালেক সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
আহতদের মধ্যে আবদুল খালেকের চাচাতো ভাই মো. হোসেনের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে মাইজদী যাচ্ছিলেন আবদুল খালেক ও তার চাচাতো ভাই হোসেনসহ কয়েকজন যাত্রী। পথে ছকিদার দোকান মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল খালেক মারা যান। এসময় আহত হন হোসেনসহ আরো তিন যাত্রী।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসআই