ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে দেশি পিস্তল-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
দিনাজপুরে দেশি পিস্তল-গুলি উদ্ধার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুড় সীমান্ত এলাকায় মো. বাবু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দাইনুর কনজকুড়ি গ্রামে অভিযান চালিয়ে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।



ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দাইনুড় ক্যাম্প কমান্ডর নায়েক সুবেদার গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাইনুড় বিজিবি ক্যাম্পের একটি দল কনজকুড়ি এলাকার ফেনসিডিল ব্যবসায়ী বাবুর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে থেকে এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করে।

কনজকুড়ি এলাকার বাবু ও সাহাবাজ পুলিশ, র‌্যাব ও বিজিবির তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলে তিনি আরো জানান।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।