ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ‌আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিরোজপুরে ‌আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয় করের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় মুকুল ফৌজ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী।



কর সার্কেল ৬ এর সহকারী কমিশনার মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায়। এ মেলার মাধ্যমে করদাতারা কর দেওয়ার প্রতি উৎসাহিত হবে বলে মনে করেন বক্তারা।   মেলা শেষ হবে সোমবার।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।