ঢাকা: সম্প্রতি প্রকাশ হওয়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত 'বাংলাদেশ পরিসংখ্যান কমিশন' হিসেবে গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিবিএস-এর নন-ক্যাডার কর্মকর্তারা। একই সঙ্গে দ্রুত এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো.আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকি স্বাক্ষরিত এক বিবৃতি এই আহবান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অতীতে বিবিএস-এর কাজের ওপর নানাভাবে প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফলে পেশাদারিত্বের জায়গায় অনেকটা পিছিয়ে পড়ে দেশের প্রধান এ সরকারি পরিসংখ্যান সংস্থাটি। অতীতের শত অর্জন ফিকে হয়ে যায় এসব কারণে। বিবিএস হয়ে যায় গুটিকয়েক ব্যক্তিদের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ওপর বৈষম্য ও বঞ্চনার আঁতুড়ঘর। এসব বিষয়কে সুন্দরভাবে অনুধাবন করে ছাত্রজনতার বৈষম্যবিরোধী মূল চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ, গতিশীল ও স্বাধীন 'বাংলাদেশ পরিসংখ্যান কমিশন' গঠনের যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে, তার জন্য কমিশনকে ধন্যবাদ জানায় সংগঠনটি।
এ সুপারিশ ও প্রস্তাব বাস্তবায়িত হলে সব উন্নত দেশের মতো বাংলাদেশও পাবে একটি স্বাধীন, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং গবেষণাধর্মী এনএসও। এমনটাই আশা প্রকাশ করেছেন নেতারা।
বিবৃতিতে আরও জানানো হয়, ইউএন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব অফিসিয়াল স্টাটিসটিকস অনুসারে মানসম্মত ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান নিশ্চিতকরণে স্বাধীন ও স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান কমিশন/সংস্থার কোনো বিকল্প নেই। বিশ্বের প্রায় সব দেশ এই ধারণার ওপরই এনএসও চালায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশসহ প্রায় সব দেশেই এভাবেই পরিসংখ্যান ব্যবস্থা পরিচালিত হয়। স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠিত হলে পৃথক আইন ও বাজেটের বলে পরিচালিত হবে প্রস্তাবিত এই 'জাতীয় পরিসংখ্যান সংস্থা' কমিশন। প্রতিষ্ঠানে সৃষ্টি হবে প্রচুর নীতিনির্ধারণী ও গবেষণাধর্মী উচ্চ মর্যাদার পদ। পরিসংখ্যানের প্রকাশ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। বিবিএস-এর সংখ্যাগরিষ্ঠ কর্মীদের প্রতিনিধি হিসেবে তাঁরা প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ পরিসংখ্যান ব্যবস্থা নিশ্চিতকরণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা জরুরি। এজন্য দ্রুততর সময়ের মধ্যে 'বাংলাদেশ পরিসংখ্যান কমিশন আইন/অধ্যাদেশ' প্রণয়ন ও বাস্তবায়ন এবং কমিশনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো পদোন্নতি নিশ্চিতকরণে সব পর্যায়ে উচ্চতর পদ সৃজন ও সকলের জন্য গ্রহণযোগ্য পদসোপান নিশ্চিতকরণ এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ অপসারণ করার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসএমএকে/জেএইচ