ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পটুয়াখালীতে আয়কর মেলার উদ্বোধন

পটুয়াখালী: সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন, সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই- এমন স্লোগান নিয়ে পটুয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে স্থানীয় শের-ই-বাংলা কমিউনিটি সেন্টারে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন পটুয়াখালী ও পিরোজপুর জেলার মহিলা সংসদ সদস্য আলহাজ লুৎফুন নেছা।



সার্কেল-২১ কর অঞ্চল-বরিশাল সহকারী কর কমিশনার মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল-বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান ও পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান প্রমুখ।

মেলা প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা রয়েছে। এছাড়া ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা প্রদান করার ব্যবস্থা রয়েছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।