ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় জাহিদুল ইসলাম (১৪) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মণ্ডলসেন পূর্বপাড়া এলাকায় আয়মান গাঙ্গের পাড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার দরিদ্র লাল মিয়া ফরাজী লালুর ছেলে মো. জাহিদুল ইসলাম (১৪) তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমএএম/জেডএস