ময়মনসিংহ: সারাদেশের পশুর হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানির গরু। কষ্ট ও দুর্ভোগের মধ্যে দিয়ে সড়কপথে ট্রাকযোগে গরু যাচ্ছে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।
এমনই একটি গরুবাহী ট্রাকের দেখা মিললো ময়মনসিংহ শহরের কাঁচারি মোড় এলাকায়। ট্রাক থামিয়ে গরুগুলোর যত্নআত্তি করছিলেন কয়েকজন বেপারী। সিলেটের কাজীরবাজারের হাটে বিক্রির জন্য সিরাজগঞ্জের ছলঙ্গা এলাকা থেকে তারা কিনেছেন ছোট ও মাঝারির আকারের ২৬টি গরু।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গরুবাহী এ ট্রাকের কাছে যেতেই এগিয়ে এলেন ট্রাকচালক ইসমাইল হোসেন।
তিনি বলেন, ২৫ হাজার টাকা ভাড়ায় যাচ্ছেন সিলেটের কাজীরবাজারের হাটে। ২৬টা গরু মাগরিবের আজানের সময় লোড করছি। সারা রাত ধরে যামু। সকাল ৭টায় সিলেট পৌঁছামু। দিন-রাত ওই হাটে গরু বেচাকেনা হয়।
ট্রাকে থাকা মজিবুর নামে এক বেপারী বলেন, আমাগো এইগুলা আইটেম ফিগারের গরু না। মিডিয়াম সাইজের গরু।
গরুর সঙ্গে থাকা আরেক বেপারী নজরুল হাঁক দিলেন কাঁচির জন্য। কিন্তু মজিবুর গল্পে মেতে ওঠায় খানিকটা চটে গেলেন মাঝ বয়সী ওই বেপারী। ক্ষেপে গিয়ে বলে ওঠেন, প্যাঁচাল পরে। গরুর অসুখ হয়েছে। খাবার দিতে হবে। আগে দড়ি বান। আলাপ-সালাপ পরে।
এ কথা বলেই কাঁচি দিয়ে খড় কাটতে লেগে গেলেন নজরুল।
গরুর কী অসুখ? প্রশ্ন করতেই আগ বাড়িয়ে জবাব এলো যুবক বয়সী বেপারী রাসেল মিয়ার কাছ থেকে। তিনি বলেন, এত দূরের পথ আসতে গরুর খুব কষ্ট হয়েছে। গরুগুলো শুয়ে পড়তে চাচ্ছে।
ক্লান্ত গরুর চাঙ্গাভাব ফিরিয়ে আনার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, রাস্তার ঝাঁকুনিতে গরুর দড়ি লুস হইয়া গেছে। অহন দড়ি টাইট না দিলে একটা গরু আরেকটা গরুরে ফাঁস লাগাইয়া দিবো। শুইয়া পড়লে গলাত টান লাগবো। খড় মুখে দিয়া গরুগুলারে তাজা করা হচ্ছে।
বেপারীরা জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের ছলঙ্গা এলাকায়। সেখানকার বিভিন্ন হাট বাজার থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা দরে কিনেছেন ২৬টি গরু। এর মধ্যে রাসেল ও নজরুলই শেয়ারে কিনেছেন ১০টি।
প্রতিটি গরু থেকে গড়ে ৫ হাজার টাকা লাভের আশায় তারা সিলেটের কাজীরবাজারে এসব গরু নিয়ে যাচ্ছেন। দীর্ঘপথ পাড়ি দিলেও বেপারীদের মাঝে নেই ক্লান্তির ছাপ।
সিলেটের হাটের উদ্দেশে যাওয়া এ গরুগুলো মোটাতাজা করা কি না, এমন সন্দেহ দূর করতে আরেক বেপারী মানিক মিয়া বলেন, আইটেম ফিগারের গরুর চাহিদা নাই। মানুষ ঠকানোর ব্যবসা করি না। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার খবর এখন সব ক্রেতাই জানে। গত বছর লোকসান দিছে অনেক বেপারী। আমরা এই প্রতারণার মধ্যে নেই।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমজেএফ