ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় তিন গরুচোরকে গণধোলাই, পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সলঙ্গায় তিন গরুচোরকে গণধোলাই, পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় তিন গরুচোরকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ তাদের আটকের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।



আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার আফাল সাতবাড়ীয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু বক্কার (৩০), সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের কোরবান আলীর ছেলে জাহিদ হোসেন (৩০) ও একই থানার রৌহদহ গ্রামের আফিল প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে সলঙ্গার অলিদহ গ্রামের শামনুর মুন্সীর ছেলে আব্দুল জব্বারের গোয়ালঘর থেকে গরু চুরির সময় আবু বক্কারকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এ সময় গণধোলাই দিলে এক পর্যায়ে সে জাহিদ ও আনোয়ারের নাম জানিয়ে দেন।

সকালে এলাকাবাসী জাহিদ ও আনোয়ারকে নিজ নিজ বাড়ি থেকে ধরে এনে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।