টাঙ্গাইল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাঙালি সংস্কৃতিকে বিকশিত করে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশটাকে যেভাবে তুলে ধরতে পারি অন্য কিছু দিয়ে তা সম্ভব নয়।
আগামীতে মরক্কোতে যে অনুষ্ঠান হবে বাংলাদেশ সেখানে হবে থিম কান্ট্রি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সংগঠন সাধনা ও যান্ত্রিকের আয়োজিত দুই দিনব্যাপী বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীর সহধর্মিনী ও কন্যাসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান জামিল আহম্মেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিও রাফি খান, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক, সাধনার প্রতিষ্ঠাতা লুবনা মারিয়া, যান্ত্রিক সাদাব সাদ, ভূঞাপুরের মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার প্রমুখ।
বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠানে পাঁচটি দল অংশ নিয়েছেন। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ড. শামসুজ্জামান খান, জামিল আহম্মেদ ও রেজাউল হক সলক।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স ও মিডিয়া পার্টনার দীপ্ত টেলিভিশন। দুই দিনব্যাপী বেহুলা লাচারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/আরএ