রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কেজি গাঁজাসহ কাউসার আহম্মেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাকান্দাইলসহ আশপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন কাউসার আহম্মেদ। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান পরিচালনা করে। এ সময় এক কেজি গাঁজাসহ কাউসার আহম্মেদকে আটক করা হয়।
এ ঘটনায় আটক কাউসার আহম্মেদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জেডএস