ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে রুবেল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের রতন মিয়ার ছেলে।  
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ বাংলানিউজকে জানান, রুবেল চনপাড়ায় দীর্ঘ দিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চনপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।  
 
পরে, ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।