ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পদ্মায় পানি কমছে, ভাঙছে বাঁধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
রাজশাহীর পদ্মায় পানি কমছে, ভাঙছে বাঁধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কমতে শুরু করেছে রাজশাহী পদ্মার পানি। তবে দেখা দিয়েছে নগরমুখী ভাঙন।

গত দু’দিনে বুলনপুর টি-বাঁধের কাছে ১শ মিটারেরও বেশি নদী ভেঙে ঢুকে গেছে মহানগরীর দিকে। নদীর প্রবল স্রোতে বাঁধের ব্লক খুলে পড়ছে নদীতে।

ব্লক নদীগর্ভে চলে যাওয়ায় ওপরের অংশও খসে পড়ছে। এতে নদী ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী পুলিশ লাইনস রয়েছে হুমকির মুখে। বুলনপুর শহর রক্ষা বাঁধের নিচে লাগানো সারিবদ্ধ নারিকেল গাছগুলো এখন পানির তলায়। এ নিয়ে তীরবর্তী মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

ওই এলাকার জসিম উদ্দিন জানান, রাজশাহী শহরের শোভাবর্ধনের জন্য শহর রক্ষা বাঁধের পাশেই লাগানো হয়েছিলো সারি সারি নারিকেল গাছ। বিকেলে ভ্রমণপিপাসু মানুষ ওই এলাকায় বেড়াতে যেতেন। তবে বন্যার পরে পানি কমে যাওয়ায় ওই এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

মাত্র দু’দিনের ব্যবধানে পদ্মা নদী ভেঙে রাজশাহী মহানগরীর দিকে ১শ মিটার এগিয়ে এসেছে। ফলে ভাঙন শহর রক্ষা বাঁধের একেবারে কাছে চলে এসেছে। নদীর পানি যতোই কমছে, স্রোতের গতি ততোই যেন বাড়ছে। সেই সঙ্গে রাজশাহী শহর রক্ষার জন্য নির্মিত টি-বাঁধ এলাকায় বাড়ছে ভাঙন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর পদ্মায় পানির উচ্চতা ছিলো ১২ দশমিক ৩০ মিটার। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ১৩ মিটার কম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছিলো ১৪ দশমিক ৪৩ মিটার। পানি কমার কারণে ভাঙন বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ বাংলানিউজকে জানান, এরই মধ্যে ওই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাঁধের নিচে ‘প্রোটেকশন দেয়াল’ করা ছিলো। কিন্তু তা কোনো কাজে আসেনি। স্রোতের তোড়ে বাঁধের নিচের মাটি সরে যাচ্ছে। এজন্য বাঁধের ব্লকও খুলে পড়ছে। সেখানে ব্লক ফেলা হয়েছে। এছাড়া ১০ হাজার জিও ব্যাগ ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই জিও ব্যাগ ফেলাসহ ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।