ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বজ্রপাতে ২ ভাইসহ ৩ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বজ্রপাতে ২ ভাইসহ ৩ যুবকের মৃত্যু ফাইল ফটো

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় বজ্রপাতে দুই ভাইসহ তিন যুবকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া ও সরিষামুড়ি গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।


 
বজ্রপাতে মৃত যুবকরা হলেন- বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের হযরত আলীর ছেলে রিয়াজ হোসেন (৩৮) ও ইলিয়াস (২৫) এবং সরিষামুড়ি গ্রামের কুদ্দুস (২৮)।  
 
বুড়ামজুমদার ইউনিয়নের কুণ্ডু শীল বাংলানিউজকে জানান, রিয়াজ ও ইলিয়াস দুপুরে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তারা আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।   
 
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পৃথক দু’টি ঘটনায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে, আত্মীয় স্বজনরা তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫/আপডেট- ১৭৩৫   
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।