ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভালো কাজ করলে মন্ত্রীর নাম এমনিতেই মনে রাখবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ভালো কাজ করলে মন্ত্রীর নাম এমনিতেই মনে রাখবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: ভালো কাজ করলে ও রাস্তা ভালো থাকলে মানুষ মন্ত্রীর নাম এমনিতেই মনে রাখবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৪টি স্থানে ৮ কোটি টাকা ব্যয়ে ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন করতে এসে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, পাথরে খোদাই করে নাম লিখে কোনো লাভ নেই। পাথর একসময় ক্ষয়ে যাবে, কিন্তু কাজটা ভাল হলে এবং রাস্তা ভাল থাকলে মানুষ মন্ত্রীর নাম এমনিতেই মনে রাখবে।

এখানে যেভাবে পাথর দিয়ে খোদাই করে উদ্বোধনী ফলক তৈরি করা হয়েছে সেটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনা কমাতে রোড ডিভাইডার নির্মাণ ও মহাসড়ক প্রস্ততকরণের কথা দিয়েছিলাম। আমি কথা রেখেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই রোড ডিভাইডার নির্মাণ করা হয়েছে।

ঈদে ঘরে ফেরা মানুষের সুবিধা-অসুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবহনে ভিআইপি টিকিট সংরক্ষণ বন্ধ করতে হবে। ভিআইপি টিকিট সংরক্ষণের নামে অনিয়ম ও ঝামেলা হয়। মনে রাখতে হবে সার্কভূক্ত দেশগুলোতে ভিআইপি টিকিট সংরক্ষণের কোনো নিয়ম নেই। জনগণ যেমন কষ্ট করে টিকিট কাটছে, তেমনি ভিআইপিদেরও করতে হবে।

মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাস্তায় কোনো ফিটনেসবিহীন যানবাহন দেখতে চাই না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি)ও বিআরটিএকে নির্দেশ দেন মন্ত্রী।

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির হোসেন, সওজ বিভাগের পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, বিআরটিএর উপ পরিচালক আশরাফুজ্জামানসহ সড়ক ও সেতু বিভাগের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।