যশোর: যশোরের চৌগাছা উপজেলার পল্লীতে সাপের কামড়ে ফাহিমা বেগম (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিমা ওই গ্রামের মৃত হায়দার আলীর স্ত্রী।
নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (হোগলাডাঙ্গা) ইউপি সদস্য আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আজ (শুক্রবার) সকালে ফাহিমা বেগমকে সাপ কামড় দেয়। কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারায় গুরুত্ব দেয়নি। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এটি