পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামে বজ্রপাতে বিজন হালদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজন উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের বাসিন্দা।
উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস শুক্কুর বাংলানিউজকে জানান, হারজী নলবুনিয়া গ্রামে দুপুরে বিজন মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই বিজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ