ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পাথরঘাটায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলা শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।



পরে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অলিউর রহমান অলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন মুন্সি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরাব, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার প্রমুখ।

এ সময় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আর তার অঙ্গসংগঠন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। আমি আশা করবো আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।