ঝালকাঠি: ঝালকাঠিতে রায়হান আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রকে দোকানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার গাভারামচন্দ্রপুরের গুদিঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত রায়হান গাভারামচন্দ্রপুর ইউনিয়নের নেসার উদ্দিনের ছেলে। সে দক্ষিণ ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কাজে রায়হান সকালে গুদিঘাটা বাজারে যায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন হাওলাদার, সোহাগ মৃধা, কামাল হাওলাদার, হুমায়ুন হাওলাদার ও আব্দুল হাকিম মাস্টার একটি দোকানে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে আটকে রেখে নির্যাতন করেন তারা।
চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে। তবে, নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে, তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্কুলছাত্রের পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রায়হানের বাবা নেসার উদ্দিনের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে তাকে নির্যাতন করা হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে, এ ঘটনায় কেউ থানায় এখনো অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমজেড