ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আগৈলঝাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিশ্বকর্মা পূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্জিকা মতে প্রতিবছর ভাদ্র মাসের শেষদিনে বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হয়।



এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্বর্ণ ও কামার শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ হিন্দু ধর্মীদের বাড়িতেও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।

পরে ধর্মীয়রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

বিকেলে উপজেলার পয়সারহাট নদীতে সনাতন ধর্মের চিরায়ত প্রথা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে আটটি নৌকা অংশগ্রহণ করে। সুদৃশ্য নয়নাভিরাম নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার হাজার-হাজার নারী, পুরুষসহ সব বয়সের মানুষের পয়সারহাট নদীর দু’পাড়ে সমাগম ঘটে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।