ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ২ চ্যানেলে চলছে ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ২ চ্যানেলে চলছে ফেরি

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে দু’টি চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল করছে।  
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, বর্তমানে ৩টি রো রো ফেরি, ৫টি কে-টাইপ ফেরি ও ২টি ডাম্প ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ফেরিগুলো দুইটি নৌ-চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে চলাচল করছে।
 
তিনি জানান, শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে কাওড়াকান্দি ঘাটে যাচ্ছে। কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো আসছে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে।  
 
লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কট স্বাভাবিক না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দু’টি চ্যানেলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট চালু রাখা হয়েছে বলে জানান ঘাট ব্যবস্থাপক।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫   
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।