ময়মনসিংহ: ময়মনসিংহে প্রেমিকযুগলকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় চার ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটকরা হলেন- রনি (২৬), আমজাদ (২৫), হাবিব (২৮) ও রাশেদ (২৭)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শহরের এক কলেজছাত্রী প্রেমিকের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় কেওয়াটখালী এলাকার একটি বাড়িতে যায়। এসময় ওই বাড়ির লোকজন তাদের আটকে ভুয়া পুলিশ সাজিয়ে চারজনকে নিয়ে আসে। তারা ওই প্রেমিকযুগলকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরে ওই ছাত্রীর ভাই কোতোয়ালি মডেল থানায় গেলে বিষয়টি জানাজানি হয়। সংশ্লিষ্ট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিবিরুল ইসলামের নেতৃত্বে মোবাইল ট্র্যাক করে শনিবার রাত ১০টার দিকে শহরের শিববাড়ি ও গাঙ্গিনারপাড় এলাকা থেকে তাদের আটক করে।
উপ-পরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ