ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ডাকাতি, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
খিলগাঁওয়ে ডাকাতি, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

ঢাকা: রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করেছে এক ডাকাত দল।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বর এক ব্যাংকারের বাসায় এ ঘটনা ঘটে।



এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন-ওই বাসার মালিক ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা এ কে এম গোলাম কবির কচি (৫২) ও তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার আত্মীয় ফরিদ উদ্দিন (৫৭)।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ডাকাতির ঘটনায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, চার তলা বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ফয়েজ উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে বাসার গ্রিল কেটে ডাকাত দলের তিন সদস্য অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে বাসার মালিক গোলাম কবির কচির তৃতীয় তলার বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে তারা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫ (আপডেট: ০৯৫৯ ঘণ্টা)
এজেডএস/এফবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।