বেনাপোল (যশোর): যশোরের শার্শায় একটি ট্রাকের ছাদে বসে গন্তব্যে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আয়ুব হোসেন (৩২) নামে আরেক শ্রমিক।
শনিবার (১৯ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার উলাশি ইউনিয়নের খাজুরা এলাকায় নির্মানাধীন একটি তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর ঝিকরগাছা উপজেলার উত্তর নাভারণ গ্রামের শাহাজান আলীর ছেলে। আর আয়ুব ওই একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আয়ুবকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রহমত বাংলানিউজকে জানান, আবু বক্কর ও আয়ুব ট্রাকে পেঁপে উঠানোর কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কাজ শেষে ট্রাকের ছাদে একেবারে মাথায় বসে ফিরছিলেন তারা। ট্রাকটি একটি সড়কের নিচ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি শোনার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টম্বর ২০, ২০১৫
এইচএ