ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদকসেবীদের হামলায় তিন পুলিশ আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ধুনটে মাদকসেবীদের হামলায় তিন পুলিশ আহত

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানকালে মাদকসেবীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



এদিকে, এ ঘটনায় স্থানীয় আওয়ামী  লীগ ও যুবলীগের ৬
নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আলম (৪৮), লিপ্টন মিয়া (৪০), সদস্য আব্দুল মান্নান (৩০), শাহা আলী (৩০), ইউনিয়ন যুবলীগের সদস্য জিয়ারুল ইসলাম (৩২) ও সুমন সরকার (৩২)।

রোববার বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী বাজারের মাছপট্টি এলাকায় কয়েক যুবকের মাদক সেবন করছিলেন।

পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে। এ সময় অন্য মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। হামলায় উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক ও কনস্টেবল আনোয়ার হোসেন আহত হয়। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে মধ্যরাতে অভিযান চালিয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালের এলাঙ্গী বাজারের বাড়ি থেকে ৬ জনকে আটক করা হয়।

পরে ধুনট থানার এসআই মিলন কুমার চ্যাটার্জি বাদী হয়ে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।