ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হিজলায় পুলিশকে কুপিয়ে জখম, আসামি চম্পট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
হিজলায় পুলিশকে কুপিয়ে জখম, আসামি চম্পট

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ওসি, এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেছে আসামির পরিবার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।



আহত পুলিশ সদস্যরা হলেন-হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার ও উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মহিউদ্দিন, কামরুজ্জামান ও লাকি আক্তার। এদের মধ্যে ওসি ও এসআইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আসামি মামুন সরদারকে আটক করা সম্ভব হয়নি। তবে তার মা শাহনাজ বেগম এবং দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তারকে আটক করেছে পুলিশ।

হিজলা থানার ওসি আহত গোলাম সরোয়ার জানান, হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি মামুন সরদার এতোদিন আত্মগোপনে ছিলেন। শনিবার তিনি খুন্না গোবিন্দপুর এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মামুনের মা তার (ওসির) ডান হাত ও এসআই জহিরের হাতের আঙ্গুলে দা দিয়ে কুপিয়ে জখম করেন। পুলিশের অন্য সদস্যরা এসময় এগিয়ে এলে মামুনের বাবা মালেক সরদার ও দুই বোন তাদের রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে মামুনকে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করেন তারা।

ওসি আরো জানান, হামলার ঘটনায় সকালে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামুন ও তার বাবাকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।