ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিকেলে পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মেডিকেলে পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা। তারা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন।



রোববার (২০ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে। শতাধিক ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা এতে অংশ নিয়ে বিতর্কিত মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষার দাবি জানান।

তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।