ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রলারডুবিতে এক শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
নেত্রকোনায় ট্রলারডুবিতে এক শিশু নিখোঁজ

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় তলার হাওরে ট্রলারডুবির ঘটনায় মাহবুবা নামের এক চৌদ্দ মাস বয়সী শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন উপজেলার হাওরে ১০ টন ভিজিএফের চাল ও ২৫জন যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার।

ওই ট্রলারে বাবা-মায়ের সঙ্গে শিশু মাহবুবাও ছিল। এসময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয় সে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনভর সন্ধান করেও খোঁজ পাওয়া যায়নি মাহবুবার। এ ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মাহবুবার ফুপু স্কুলশিক্ষিকা এ্যামী আক্তার বাংলানিউজকে জানান, তার (এ্যামী) ভাই ও ভাবী মদনে ঈদের কেনাকাটা শেষে মাহবুবাকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলারে ওঠেন। তলার হাওরে এসে ট্রলারটি ঝড়ো বাতাসে একসময় ডুবে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বাংলানিউজকে ট্রলার ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫/আপডেট: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।