ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
রাজশাহীতে ইয়াবাসহ নারী আটক

রাজশাহী: জেলার পুঠিয়া উপজেলার বাসস্ট্যান্ডে ১৫শ পিস ইয়াবাসহ সাবিনা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আটক করা হলেও রাত ১০টায় র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।



আটক সাবিনা পটুয়াখালী জেলার দশমিনা থানার খারিজাদাবারী এলাকার শহিদুল হকের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবিনা দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে মাদক সরবরাহ করতেন। রোববার পুঠিয়া বাসস্ট্যান্ডে ইয়াবা নিয়ে অবস্থান করছেন খবর পেয়ে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে সাবিনাকে ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।