গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মালবাহী ট্রাকের চালক টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ নাটিখোলা গ্রামের আজাহার আলীর পুত্র ইয়াকুব আলী (৪৮) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ফিরোজ রোড (মহিলা কলেজ পাড়া) এলাকার নাদির আহমেদের পুত্র জিয়াউর রহমান রনি (৩২)।
নিহত জিয়াউর রহমান রনি ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নোমান গ্রুপের সাদসান অ্যাপারেলস পোশাক কারখানার আইটি অফিসার।
![](files/September2015/September21/Gazipur_ML1_738347650.jpg)
অজ্ঞাত পরিচয়ের অন্য এক মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ হাসপাতালে ও অন্যদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়।
মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মুরগির খাবারবাহী একটি ট্রাক ময়মনসিংহগামী দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন।
দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটলেও পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫ (আপডেট: ১৩১৪ ঘণ্টা)
আরএইচ/টিআই