ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রীড়া ও সংষ্কৃতি চর্চায় সরকারের বিনিয়োগ বাড়ানোর প্রতি তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে বেইলি রোডে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



এসময় তথ্যমন্ত্রী বলেন, সংস্কৃতি দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে বেশি পরিচিত করানোর সুযোগ রয়েছে। তাই ক্রীড়া ও সংষ্কৃতি চর্চায় সরকারের পক্ষ থেকে আরও খরচ করা দরকার।

মেধাসত্ত্ব প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, এখন অনেকে রেডিও-টেলিভিশনে বা মোবাইলের রিংটোনে গান বাজান। কিন্তু এর জন্য শিল্পীকে পারিশ্রমিক দেওয়া হয় না। আপনারা সবাই দলবদ্ধভাবে এ ব্যাপারে দাবি তুলুন। আমি আপনাদের সঙ্গে আছি। আইন যা করতে হয়, করবো। আমি চাই, আপনারা আপনাদের প্রাপ্যটুকু পান।

সংস্কৃতি চর্চার প্রতি জোর দিয়ে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক মন তৈরি করতে হলে সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন, রফিকুল ইসলাম রাফি, শিল্পী জানে আলম, পলাশ, আমিরুল মোমেনিন মানিক, সাবা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসইউজে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।