নোয়াখালী: জেলার সূবর্ণচর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শহিদ (৪০) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরজব্বর ইউনিয়নে জাহাজমারা গ্রামের ছাঁইয়াখালী বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শহিদুল জাহাজমারা গ্রামের কাজল বেপারীর ছেলে। ছাঁইয়াখালী বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া পল্লী চিকিৎসক হিসেবেও কাজ করে থাকেন তিনি।
চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিক উল্লাহ মাষ্টার বাংলানিউজকে জানান, জাহাজমারা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহিদুল কৌশলে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে শহিদুলের দোকানে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। এদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধষর্ণের শিকার ওই স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএইচ