ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

উদ্ধার অভিযান সোমবার সকাল পর্যন্ত স্থগিত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
উদ্ধার অভিযান সোমবার সকাল পর্যন্ত স্থগিত

বাগেরহাট: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

‍তিনি বলেন, সমুদ্র খুবই উত্তাল। এই অবস্থায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা বেশ কঠিন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে নৌবাহিনীর সাথে যৌথভাবে আবারও উদ্ধার ও অনুসন্ধান কাজ শুরু করবে কোস্টগার্ড। উদ্ধার কাজে অংশ নিতে সকালে কোস্টগার্ডের আরও একটি দল মংলা থেকে রওনা হবে।

ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত গভীর রাত থেকে সাগরে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। ফেয়ারওয়ে বয়া, দুবলার চর ও হিরণপয়েন্ট এলাকায় বেশ কিছু ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। তবে ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ জেলেদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা পর্যন্ত কোস্টগার্ড ৫১ জন জেলেকে উদ্ধার করেছে। নৌবাহিনীও ২৫ জেলেকে উদ্ধার করেছে।

ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বলেন, অর্ধশতাধিক ট্রলারসহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের দুবলার চর, কপিলমুনি ও সুপতি কোস্টগার্ড স্টেশনে আশ্রয় নিয়েছেন। উদ্ধার ও আশ্রয় নেওয়া জেলেদের চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত তাদেরকে ক্যাম্প ত্যাগ করতে নিষেধ করা হয়েছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় ও দুর্যোগের কবলে পড়ে শত শত ট্রলার সুন্দরবনের কচিখালী, সুপতি, কটকা, নারকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকার খালে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প ও টহল ফাঁড়িতে থাকা বন কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরবনের উপর দিয়ে ভারি ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঝড়ের কবলে কয়েকটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুবলারচরের আলোরকোলের কাছে একটি ট্রলার ডুবির খবর নিশ্চিত হওয়া গেছে। বন বিভাগের কর্মীরা ডুবে যাওয়া ট্রলারটির জেলেদের উদ্ধার করেছে বলে জানান ডিএফও সাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
আরএইচ

** বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৭৫ জেলে উদ্ধার
**  বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ভোলার ১৫ জেলে নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।