বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স উল্টে সাতজন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার আশোকাঠী ব্র্যাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।
ঢাকার উত্তরা থেকে হেলেনা বেগম নামে একজনের লাশ নিয়ে তার ছেলে মো. রাসেলসহ ৬ নিকটাত্মীয় বরগুনা সদরের উরুবুনিয়ায় যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিপরীতমুখী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় রাসেল, তার বোন খাদিজা, শিশুমেয়ে সুমাইয়া ও চাচা ওমর গাজীসহ ৭ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিনো হয়।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএইচ