বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকায় চোরাচালানীদের হামলায় ১০ যুবক আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারত সংলগ্ন সীমান্তবর্তী শার্শার রুদ্রপুর দাদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর-দাদখালী গ্রামের সামসের আলীর ছেলে আসমত খান (৪০), নূরইসলামের ছেলে শাহাজান (৩৬), আনোয়ারের ছেলে কামরুজ্জামান (৩৫), হামজার ছেলে শওকত আলী (৩৪) ও মুনসুরের ছেলে জালাল উদ্দিন (৩৭)।
কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় শালিস ডাকে দু’পক্ষের লোকজনদের হাজির হতে বলা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন মামলা না হওয়ায় কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএইচ