ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা স্টেডিয়ামের দারোয়ানকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
খুলনা জেলা স্টেডিয়ামের দারোয়ানকে হত্যা

খুলনা: আব্দুল জলিল (৬০) নামের খুলনা জেলা স্টেডিয়ামের এক দারোয়ানকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় স্টেডিয়াম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।



খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাত থেকে সোমবার সকালের মধ্যে যেকোনো সময় জলিলকে হত্যা করা হয়েছে।

স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক বাবুল ও টুটুল তাকে (আব্দুল জলিল) হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ফুলের টব, শাবল ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জলিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১১ জন শ্রমিককে আটক করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।