মেহেরপুর: মেহেরপুর পুলিশ লাইনের সামনের সড়কে ট্রাকচাপায় দোকানের ২ কর্মচারী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পুরাতন মদনাডাঙ্গা গ্রামের জামতলা পাড়া এলাকার আব্দুল বারীর ছেলে আব্দুল্লাহ (১৫) ও একই পাড়ার রানা হোসেনের ছেলে শুভ (১৪)।
এর মধ্যে রানা ঘটনাস্থলে এবং শুভ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় আহত হয়েছেন মাঠপাড়া এলাকার দোলু হোসেনের ছেলে হাসানুজ্জামান (১৬)। হাসানুজ্জামান বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় যুবক আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে মেহেরপুর থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন দোকান কর্মচারীরা। এ সময় মেহেরপুর পুলিশ লাইনের
কাছে এলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবীব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
পিসি/