ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় জার্মানি ও ফ্রান্সের দুই পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ঢাকায় জার্মানি ও ফ্রান্সের দুই পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ঢাকায় এসেছেন ইউরোপের প্রভাবশালী দুই দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স। দেশের দক্ষিণাঞ্চলে জার্মানির অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য তাদের এ সফর।



সোমবার (২১ আগস্ট) সকাল ৮টা ০৫ মিনিটে এক দিনের সংক্ষিপ্ত সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাদের স্বাগত জানান।

সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীসহ ফ্রান্সের আটজন কর্মকর্তা এবং জার্মানির ৩২ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে সাতজন করে দুই দেশের মোট ১৪ জন গণমাধ্যমকর্মীও রয়েছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মানিয়ে নিতে পটুয়াখালীতে চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়েছে। ফলে বিমানবন্দর থেকে দুই পররাষ্ট্রমন্ত্রী সাভারের বংশী নদীতে নৌভ্রমণে যাবেন।

সেখানে কর্ণপাড়ার বেঙ্গল ফ্যাক্টরির ঘাটে তাদের নামার কথা রয়েছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বংশী নদীর গতী-প্রকৃতি পর্যবেক্ষণ ও  ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সঙ্গে তারা কথা বলবেন বলে জানা গেছে।  
 
সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে ফিরবেন ঢাকায়। দুপুর ২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন জার্মান ও ফ্রান্সের দুই মন্ত্রী। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে পাঁচটায় গণমাধ্যমের মুখোমুখি হবেন তারা।

এরপর রাত ৯টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই২৫৩ ফ্লাইটে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেপি/এমএইচপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।