পটুয়াখালী: পটুয়াখালীতে ডাকাতের গুলিতে মো. শাহজাহান হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে পশ্চিম আউলিয়াপুর এলাকার আবদুল মান্নান মাস্টারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে শাহজাহানসহ আশপাশের বাড়ির লোকজন ছুটে আসেন। একপর্যায়ে ডাকাতরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে শাহজাহান গুলিবিদ্ধ হন। এ অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআই