ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে দুই কেজি ওজনের ১৫ পিস স্বর্ণের বারসহ ফরিদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা জামাল বাংলানিউজকে এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত ৯ টা ৪০ মিনিটে ইতিহাদ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে শাহজালালে নামেন ফরিদুল। চলাফেরা সন্দেহজনক মনে হলে কাষ্টমস পুলিশ তাকে চেক করে। পরে তার লাগেজের ভেতরে কম্বলে মোড়ানো একটি ফ্রাইপ্যানের হাতলের মধ্য থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মো. মোস্তফা জামাল।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসজেএ/জেডএফ/আরএম